ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এলেন আরও ৬৩ জন

মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত চলমান রয়েছে। প্রতিদিনই সেখানে গোলাগুলির ঘটনা ঘটছে। এরই প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে। এমন পরিস্থিতিতে কোণঠাসা হয়ে একেরপর এক বাংলাদেশে পালিয়ে আসছে মিয়ানমারের সৈন্যরা। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মিয়ানমার বিজিপির সদস্যরা টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে তারা ঢুকে পড়ে।


মিয়ানমারে চলমান সংঘাত থেকে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিপি'র ৬৩ জন সদস্য টেকনাফ সীমান্ত হোয়াইক্যং দিয়ে ঢুকে পড়ছে। তাদেরকে বিজিবি'র হেফাজতে নেওয়া হয়েছে। দেখা যায়, সীমান্তের ওপারে চলছে ব্যাপক গোলাগুলি তার মধ্যে বিজিপি'র সদস্যরা পালিয়ে আসেন।


এদিকে গোলাগুলি ঘটনায় সীমান্তের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বর্তমানে তারা টেকনাফ ব্যাটালিয়ন হোয়াইক্যং বিওপির ক্যাম্পে তাদের হেফাজতে আছে।

ads

Our Facebook Page